New Update
/anm-bengali/media/post_banners/gHdEO8zd56K40FcRGILA.jpg)
সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়িঃ বিধ্বংসী আগুনে পুড়ে ভস্মীভূত প্লাস্টিকের একটি গোডাউন। বুধবার গভীর রাতে ঘটনাটি ঘটে জলপাইগুড়ি পুরসভার শিল্পসমিতি পাড়া এলাকায়। প্রায় ৬ ঘণ্টার চেষ্টায় দমকলের তিনটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রনে আনে। এই ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। জনবসতিপূর্ণ এলাকায় কিভাবে প্লাস্টিকের গোডাউনকে অনুমতি দেওয়া হল তা নিয়ে পুরসভার ভূমিকায় প্রশ্ন তুলেছেন এলাকাবাসী। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে আগুন দেখতে পান স্থানীয় বাসিন্দারা। দ্রুত খবর দেওয়া হয় দমকলকেন্দ্রে। দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোনোর আগেই আগুন ছড়িয়ে পড়ে। পাশের করলা নদী থেকে দমকল পাম্পের সাহায্যে জল তুলে আগুন নিয়ন্ত্রনে আনে দমকল বাহিনী। আগুন কি করে কারখানায় লাগলো গোটা বিষয় নিয়ে তদন্ত করছে দমকল দপ্তর।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us