​নিজস্ব সংবাদদাতাঃ সারা বছর যেমন তেমনভাবে কাটালেও, পুজো উপলক্ষে বিশেষ শপিং বাঙালির একটি নিজস্বতা। হবে নাই বা কেন? বছরের এই তো চার দিন, যার অপেক্ষায় এক বছর কাটে। সেই আনন্দে রঙ লাগাতে ব্যাহিক আড়ম্বর কিছুটা বাড়বে, সেটাই স্বাভাবিক। কিন্তু ২০২০ সাল থেকে সেই আনন্দে ভাঁটা। আর এ বছর সেই আনন্দে জোয়ার অনিশ্চিত। গত বছরের থেকে এ বছর যেন আরও খারাপের ইঙ্গিত দিচ্ছে। বস্ত্র বিপণীদের সঙ্গে এবিপি লাইভের আলাপচারিতায় উঠে এল এমনই কিছু দিক।