তবে কি তারকারা সব নিয়মের উর্দ্ধে?

author-image
Harmeet
New Update
তবে কি তারকারা সব নিয়মের উর্দ্ধে?


নিজস্ব সংবাদদাতাঃ  সম্প্রতি মুম্বই বিমানবন্দরে পাপারাৎজিদের ক্যামেরায় বন্দি হলেন কঙ্গনা রানাওয়াত। তবে, সেই ভিডিও সামনে আসতেই শুরু হল জব্বর সমালোচনা! কারণ, করোনা-আবহে মুখে মাস্ক নেই নায়িকার। আর তা সত্ত্বেও তাঁকে বাধা দেওয়া হল না এয়ারপোর্ট কতৃপক্ষের তরফে। এয়ারপোর্টে চেকিং পয়েন্টের বাইরেই লেখা আছে বড় বড় করে ‘নো মাস্ক নো এন্ট্রি’। সাদা সালোয়ার-কামিজ পরে তার পাশ দিয়েই যেতে দেখা গেল কঙ্গনা রানাওয়াতকে। পাপারাৎজিদের অনুরোধে ছবির জন্য পোজও দিলেন। তবে তাঁর হাতে, মুখে-- কোথাও চোখে পড়ল না মাস্ক। আর এই দেখেই চটেছে নেটপাড়ার একটা অংশ।