বিশ্বের দরবারে দেবজ্যোতি মিশ্রের মুকুটে নতুন পালক

author-image
Harmeet
New Update
বিশ্বের দরবারে দেবজ্যোতি মিশ্রের মুকুটে নতুন পালক


নিজস্ব সংবাদদাতাঃ  বিদেশের মঞ্চে সম্মানিত বাঙালি সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র। স্পেনের মাদ্রিদে আয়োজিত ২০ তম "ইমাজিন ইন্ডিয়া ফিল্ম ফেস্টিভাল"-এ সেরা সঙ্গীত পরিচালকের পুরস্কার পেলেন তিনি। 'বাঁশুরি-দ্য ফ্লুট' সিনেমায় সুর দেওয়ার জন্য এই সম্মান তাঁর মুকুটে জুড়লো।