New Update
/anm-bengali/media/post_banners/MAA4cnAyRlzoU5ZrHU3r.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ অষ্টমীর ভোগকে চেটেপুটে ভোগ করার ক্ষমতা কারোর যদি থাকে তা একমাত্র বাঙালির আছে। অষ্টমীতে মায়ের ভোগে যেতে বাঙালির চেয়ে মাহির আর কে আছে? এইদিনে খিচুড়ির অপূর্ব স্বাদে ডুবে থাকতে কে না ভালোবাসে? সঙ্গে থাকবে পাঁচ রকমের ভাজা, ছানার ডালনা, পটলের দর্মা, আর ধোকা? বাঙালির চেয়ে ভালো ধোকা আর কেই বা ভালো খেতে পারে? ভোগের সঙ্গে ধোকা-তেই তো মজে যাবে গোটা অষ্টমীটা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us