New Update
/anm-bengali/media/post_banners/C3ebGuvlueYlTyp9ibbk.jpg)
রাহুল পাশোয়ান, আসানসোলঃ ভারি নিম্নচাপের জেরে রাজ্য জুড়ে চলছে বৃষ্টি। বুধবার থেকে আসানসোলেও শুরু হয়েছে বৃষ্টি, রাতভর বৃষ্টির জেরে আসানসোলের একাধিক জায়গা জলমগ্ন হয়ে পড়েছে। বৃষ্টির কারনে আসানসোলের রেল পার, ইসমাইল, অপকার গাডেন,বানপুর এলাকার হাইড্রেন পরিপূর্ণ হয়ে রাস্তার উপরে জল জমতে শুরু করেছে। একদিকে ভারি বর্ষণ সাথে ঝড়ো হাওয়া বয়েছে রাতভোর। বৃহস্পতিবার সকাল থেকে একই ভাবে চলছে বৃষ্টিপাত। বৃহস্পতিবার সকাল থেকে ভারি বৃষ্টির কারনে ব্যহত হয়েছে আসানসোলের স্বাভাবিক জনজীবন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us