​কাবাবের প্রতি ভালবাসার মূল্য দিতে হল আইএসআইএস সন্ত্রাসীকে

author-image
Harmeet
New Update
​কাবাবের প্রতি ভালবাসার মূল্য দিতে হল  আইএসআইএস সন্ত্রাসীকে

​নিজস্ব সংবাদদাতাঃ ব্রিটিশ বংশোদ্ভূত আইএসআইএস সন্ত্রাসী ৩০ বছর বয়সী আবদেল মাজেদের কাবাবের প্রতি ভালবাসার কারণে ধরা পড়লেন স্পেন পুলিশের হাতে। স্পেন পুলিশ তাঁর  অর্ডার ট্র্যাক করে তাঁকে গ্রেফতার করে বলে জানা যায়।

প্রাক্তন র‍্যাপার  মজিদ আবদেল ২০১৩ সালের আগে সিরিয়ায় পালিয়ে গিয়েছিলেন। কয়েক বছর পর তিনি স্পেনের আলমেরিয়ায় পালিয়ে যান। স্প্যানিশ পুলিশ গোয়েন্দা বিভাগকে সতর্ক করা হয়েছিল, কিন্তু কাবাবের প্রতি তার ভালবাসার কাছে নতিস্বীকার না করা পর্যন্ত তাকে খুঁজে পাওয়া যায়নি।