ওয়াটার পার্কে খেলার সময় খুলিতে ঢুকে 'মস্তিস্ক' খেয় নিল অ্যামিবা

author-image
Harmeet
New Update
ওয়াটার পার্কে খেলার সময়  খুলিতে ঢুকে 'মস্তিস্ক' খেয় নিল  অ্যামিবা

​নিজস্ব সংবাদদাতাঃ  টেক্সাসের আর্লিংটনের ডন মিসেনহিমার পার্কে স্প্ল্যাশ প্যাডে খেলছিল এক শিশু । এই পার্কগুলিতে  স্প্রিঙ্কলার, ফোয়ারা, নজল এবং অন্যান্য বৈশিষ্ট্য রয়েছে যা জল স্প্রে করে। এই পার্কে খেলার সময় এক শিশুর খুলিতে ঢুকে যায় অ্যামিবা।  খুলিতে ঢুকে মস্তিস্ক খেয়ে ফেলে ওই  অ্যামিবা। ফলে মৃত্যু হয় শিশুটির। এই মর্মান্তিক ঘটনার জন্য কাকে দায়ী কে? ট্যারান্ট কাউন্টি জনস্বাস্থ্য বিভাগ এক বিবৃতিতে বলেছে, তারা মস্তিষ্ক-খাওয়া অ্যামিবা - নায়েগলারিয়া ফাউলারির দ্বারা দূষিত জলে "শিশুর সংস্পর্শের জন্য দুটি সম্ভাব্য উৎস নির্ধারণ করেছে"।