​নিজস্ব সংবাদদাতাঃ সিধু সরকারের ক্ষতি করতে চান না। এভাবেই প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতিকে বার্তা পাঠালেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী। চরণজিত সিং চান্নি বলেছেন, ‘আমাদের সঙ্গে আলোচনায় সিধুজিকে স্বাগত। সমস্যা সমাধানে আমরা বসতে চাই। ওনার সঙ্গে ফোনে কথা হয়েছে। এখানে কোনও ইগোর লড়াই নেই। সরকারকে কোনওভাবে বিব্রত করতে চান না সিধু।‘