New Update
/anm-bengali/media/post_banners/4LJIxRXUuC5aStCNUqcG.jpg)
হরি ঘোষ,দুর্গাপুর: দুর্গাপুরের বেনাচিতি অগ্রণী সাংস্কৃতিক পরিষদের পুজা মন্ডপ ঝোড়োহাওয়া বৃষ্টিতে লন্ডভন্ড। সকাল থেকেই ঝোড়োহাওয়া এবং একনাগাড়ে বৃষ্টির ফলে পুজো মণ্ডপ তৈরি করতে সমস্যায় পড়েছেন শিল্পীরা। পাশাপাশি মঙ্গলবার গভীর রাত থেকে প্রবল ঝড় বৃষ্টির ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে মন্ডপের একাংশ। করোনা আবহে সমস্ত বিধিনিষেধ মেনে 54 বছরে পদার্পণ করতে চলেছে দুর্গাপুর বেনাচিতি অগ্রণী সাংস্কৃতিক পরিষদের দুর্গাপূজা। কিন্তু প্রাকৃতিক দুর্যোগে বহু সামগ্রী নষ্টের ফলে ক্ষতির মুখে প্যান্ডেল। চিন্তার ভাঁজ উদ্যোক্তা থেকে শিল্পীদের। উদ্যোক্তারা জানিয়েছেন এ বছর তাদের পুজোর বাজেট রয়েছে ১০ লক্ষ টাকা। কিন্তু প্রাকৃতিক দুর্যোগের ফলে যেভাবে ক্ষতির মুখে পড়তে হয়েছে তাতে পুজোর সময় কিভাবে তারা মন্ডপ তৈরীর কাজ সম্পন্ন করবেন সেই চিন্তায় পড়েছেন শিল্পীরা।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us