জলমগ্ন হলদিয়া বন্দর

author-image
Harmeet
New Update
জলমগ্ন হলদিয়া বন্দর

নিজস্ব  প্রতিনিধি, হলদিয়াঃ হলদিয়া বন্দর বার্থিয়ের জলে ডুবে থাকায় কাজে ব্যাহত। শিল্পনগরী হলদিয়াতে মঙ্গলবার রাত থেকে শুরু হয়েছে বৃষ্টি। হলদিয়ার বিভিন্ন এলাকা ডুবে রয়েছে।হলদিয়া বন্দর এর বিভিন্ন বার্থ জলে ডুবে রয়েছে। যার ফলে মাল ওঠানামায় জাহাজে কাজের ব্যাঘাত ঘটেছে । আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী “গুলাবের” প্রভাব সরাসরি বাংলায় না পড়লেও ভারি বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে উপকূলীয় এলাকার জেলা গুলিতে। আবহাওয়া দপ্তরের রিপোর্ট অনুযায়ী বুধবার দিনভর বৃষ্টি হবে। হলদিয়া উপকূল রক্ষী বাহিনী প্রস্তুত রয়েছে সমস্ত কিছু মোকাবিলায়।