জলমগ্ন ডেবরা সবং রাজ্য সড়ক

author-image
Harmeet
New Update
জলমগ্ন ডেবরা সবং রাজ্য সড়ক

দিগবিজয় মাহালি, পশ্চিম মেদিনীপুরঃ লাগাতার বৃষ্টির জেরে বুধবার সকালের পর থেকেই পশ্চিম মেদিনীপুর জেলার ডেবরা ও পিংলার বর্ডার এলাকা ফতেপুর ও চন্ডীপুরে ডুবলো ডেবরা সবং রাজ্য সড়ক। হাতে জুতো নিয়ে,ট্রলি বা  ট্র‍্যাক্টর ভাড়া করে এই রাজ্য সড়ক পারাপার করছেন সাধারন মানুষজন। বেলা ১১ টা নাগাদ আরও জলের পরিমান বাড়ায় পুলিশ পক্ষ থেকে ভারী যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। চন্ডীপুর ও ফতেপুর এলাকায় কয়েকশো বাড়ী জলমগ্ন। পানীয় জলের সমস্যায় সাধারন মানুষ।