New Update
/anm-bengali/media/post_banners/ESVymjgQSjLrhpbAia24.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ভারী বৃষ্টির মধ্যেই উত্তর কলকাতার জরাজীর্ণ বাড়ি ভেঙে দুর্ঘটনা। এলাকা পরিদর্শন করে ফিরহাদ হাকিম বলেন, " সারা কলকাতায় ১০০ টি এরকম বাড়ি আছে, যা যখন তখন ভেঙে পড়তে পারে। মালিক আর ভাড়াটিয়ার দ্বন্দ্বের জেরে বাড়ি খালি করাও আমাদের পক্ষে সম্ভব হচ্ছে। বিশেষ করে উত্তর কলকাতায় এরকম দ্বন্দ্ব চলে। এরকম যাদের পুরনো বাড়ি আছে, আদালত যদি সাহায্য করে তাহলে এরকম বিপদ এড়ানো সম্ভব হয়। এই বাড়ির পাশের অংশ এক্ষুনি ভেঙে দেব, কিছু শুনব না।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us