নিজস্ব সংবাদদাতাঃ মঙ্গলবার রাতে চ্যাম্পিয়ন্স লিগে মুখোমুখি হয়েছিল ম্যাঞ্চেস্টার সিটি এবং প্যারিস সেইন্ট জার্মান। সেই ম্যাচে ম্যান সিটিকে ২-০ গোলে পরাজিত করল পিএসজি। প্যারিসের ক্লাবের হয়ে দুটি গোল করেছেন ইদ্রিসা গ্যুয়ে এবং লিওনেল মেসি। শক্তিশালী প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচের ৭৪ মিনিটে পিএসজির হয়ে নিজের প্রথম গোল করলেন লিও।