নিজস্ব সংবাদদাতাঃ প্লাস্টিক ব্যবহারে নিষেধাজ্ঞা। এবারে কেন্দ্রীয় নির্দেশিকা চালু করতে পদক্ষেপ করল রাজ্য সরকার। এবার থেকে ৭৫ মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করল কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ। এই প্রেক্ষিতে নবান্নের নির্দেশ, আগামী ১ অক্টোবর থেকে পুরসভাগুলিতে আর ৭৫ মাইক্রনের নিচে প্লাস্টিক ব্যবহার করা যাবে না। নিষেধাজ্ঞা মানা না হলে শাস্তির কোপে পড়তে হবে সংশ্লিষ্ট পুরসভাকে।