অষ্টমীতে মায়ের হাতের লুচি মিস করেন মানালি

author-image
Harmeet
New Update
অষ্টমীতে মায়ের হাতের লুচি মিস করেন মানালি

​নিজস্ব সংবাদদাতাঃ পুজোর চারটে দিন জমিয়ে খাওয়া দাওয়া করে থাকেন সাধারণ মানুষ থেকে শুরু করে তারকারাও। ওই কটা দিন বাদ থাকে তাদের ডায়েট। টলি তারকা মানালির কথায়, তার মা অষ্টমীর সকালে জলখাবারে বানাতেন লুচি। কিন্তু তার মায়ের মারা যাওয়ার পর থেকে সেটা বন্ধ। তাই মায়ের ওই স্মৃতি গুলোই এখন রয়ে গিয়েছে মানালির কাছে।