New Update
/anm-bengali/media/post_banners/sIoz9NX1xdVhoCstoTBv.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ২৮ সেপ্টেম্বর বিখ্যাত গায়িকা লতা মঙ্গেশকরের জন্মদিন । তাঁর জন্মদিনে অভিনব এক উপহারের ব্যবস্থা করেছেন সুরকার এবং পরিচালক বিশাল ভরদ্বাজ। এই বিশেষ দিনে সামনে আসতে চলেছে লতা মঙ্গেশকরের হারিয়ে যাওয়া গান। সময়টা ১৯৯৬ সাল, তখন বিশাল ভরদ্বাজের সবেমাত্র ক্যারিয়ারের সূচনা হয়েছে। তখন গুলজারের লেখা বিশাল ভরদ্বাজের সুরে 'ঠিক নহি লাগতা' গানটি গেয়েছিলেন লতা মঙ্গেশকর।
যে চলচ্চিত্রের জন্য গানটি গাওয়া হয়েছিল সেই চলচ্চিত্রে অভিনয়ের কথা ছিল ঐশ্বর্য রাইয়ের। কিন্তু সেই চলচ্চিত্রটি মুক্তি পায়নি ফলে গানটিও অধরা থেকে গেছে। ২৫ বছর আগের সেই অর্ধসমাপ্ত কাজের গানটি প্রকাশ পাচ্ছে লতা মঙ্গেশকরের জন্মদিনে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us