নিজস্ব সংবাদদাতাঃ অক্ষয় ভক্তদের জন্য সুখবর। অক্ষয় কুমারের বহু প্রতীক্ষিত ছবি রোহিত শেট্টি পরিচালিত 'সূর্যবংশী'। বহুদিন ধরে ক্রমাগত পিছিয়েই চলেছে ছবির মুক্তি। অবশেষে 'সূর্যবংশী' ছবির মুক্তির দিন ঘোষণা করলেন পরিচালক রোহিত শেট্টি। এই ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করতে দেখা যাবে অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, রণবীর সিং ও অজয় দেবগণকে। কপ ফ্র্যাঞ্চাইজির এই তৃতীয় ছবি 'সূর্যবংশী' এ বছরের দিওয়ালিতেই মুক্তি পাচ্ছে।