আঘাত হানবে না করোনার তৃতীয় ঢেউ!

author-image
Harmeet
New Update
আঘাত হানবে না করোনার তৃতীয় ঢেউ!

​নিজস্ব সংবাদদাতাঃ দেশজুড়ে আঘাত হানতে পারবে না করোনার তৃতীয় ঢেউ। সংক্রমণের হার, টিকাকরণের দ্রুততা এবং ভাইরাসের প্রকৃতি  বিশ্লেষণ করে জানা গিয়েছে করোনার মারণ শক্তি কমে গিয়েছে । তাই তৃতীয় ঢেউ দেশে তেমন আঘাত হানতে পারবে না।