২৭ শে সেপ্টেম্বর কৃষকদের 'ভারত বনধ' এর ডাক

author-image
Harmeet
New Update
২৭ শে সেপ্টেম্বর কৃষকদের 'ভারত বনধ' এর ডাক

নিজস্ব সংবাদদাতাঃ  যে তিনটি কৃষি আইনকে কেন্দ্র করে ১০ মাসের বেশি সময় ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন কৃষকরা, সেগুলিতে নিজেদের মতো করে সংশোধনের কথা জানিয়েছিলেন কেন্দ্র। কিন্তু দু’পক্ষের মধ্যে ১০ দফা বৈঠকের পরও ঐক্যমতে পৌঁছানো যায়নি।

কেন্দ্রের তিনটি বিতর্কিত কৃষি আইনের প্রতিবাদে ৪০ টির বেশি কৃষক সংগঠনের যৌথ মঞ্চে সংযুক্ত কিসান  মোর্চার  ডাকা  ‘ভারত বনধ’  আগামী সোমবার।  বনধ এর পরিপ্রেক্ষিতে রাজধানীর সীমানা জুড়ে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা করা হবে বলে এক দিন আগেই জানিয়েছে দিল্লি পুলিশ।

সকাল ৬ টা থেকে বিকেল ৪ টে পর্যন্ত ভারত বনধের ডাক দিয়েছে সংগঠনগুলি। বিরোধী রাজনৈতিক দল থেকে শুরু করে কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন, ব্যাঙ্ক ইউনিয়ন সহ আরও বেশ কিছু সংগঠন এই কর্মসূচিতে সমর্থন জানিয়েছেন।