New Update
/anm-bengali/media/post_banners/FXtVTM4R8GPNe1Yrhyql.jpg)
কলকাতাঃ বৃষ্টি থামলেও এখনও জল নামেনি দমদম এলাকায়। তারই মাঝে দমদম পার্ক ভারত চক্র কমিউনিটি পুজো প্যান্ডেলের করুণ চিত্র প্রকাশ্যে এল। রীতিমতো জলের তলায় চলে গিয়েছে এই পুজো প্যান্ডেল। মাথায় হাত পড়েছে পুজো উদ্যোক্তাদের। যদিও তাঁরা লড়াই করছেন বলে জানিয়েছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us