New Update
/anm-bengali/media/post_banners/HeTA7JJ42Pia6g2WaLt9.jpg)
হরি ঘোষ,জামুড়িয়াঃঘটনাটি ঘটেছে জামুরিয়া থানার অন্তর্গত জামুড়িয়া গ্রামে।পুলিশ প্রশাসন সূত্রে খবরপুকুরের ভাগিদার কে নিয়ে দীর্ঘদিনের বিবাদ রয়েছে আলী মিয়া ও শেখ গফফারের পরিবারের মধ্যে। গতকাল স্থানীয় এক অনুষ্ঠান বাড়িতে আলী মিয়া ও সেখ গফ্ফর অন্ডাল থানা এরিয়ার শংকরপুরের বাসিন্দা নেমন্তন্ন ছিল। সেই সময় পুরোনো জায়গা ভাগ এবং পুকুরের নিয়ে ঝামেলা বেধে যায় দুজনের মধ্যে। বচোসা থেকে শুরু হয়ে যায় হাতাহাতি ।
উত্তপ্ত হয়ে ওঠে দুই পরিবারের সদস্যরা। আলী মিয়ার অভিযোগ শেখ তার বাড়িতে চড়াও হয় এবং ভাঙচুর করে শেখ গফফার।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us