নিজস্ব সংবাদদাতাঃ প্যারিস সেইন্ট জার্মানের তারকা ফুটবলার লিওনেল মেসি চোটের কারণে মেৎজের বিরুদ্ধে খেলতে পারেননি। তবে মন্টপেলিয়ারের বিরুদ্ধে ম্যাচের আগে ডাক্তারের বেঁধে দেওয়া নির্দেশিকা মেনেই রানিং শুরু করলেন লিও। রবিবার ফের লিওর চোট পর্যবেক্ষণ করা হবে।