গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

author-image
Harmeet
New Update
গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য

​সুদীপ ব্যানার্জী, জলপাইগুড়িঃ  গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের পানিকৌরি গ্রামে। বিয়ের তিন মাসের মাথায় এমন ঘটনায় হতবাক এলাকার বাসিন্দারা। শুক্রবার ঘটনাটি ঘটেছে রাজগঞ্জের পানিকৌরি গ্রাম পঞ্চায়েত এলাকায়। মৃতার নাম তনিমা রায় (১৮)। অভিযোগের ভিত্তিতে গৃহবধূর স্বামী সহ শ্বশুরবাড়ির তিনজনকে আটক করেছে রাজগঞ্জ থানার পুলিশ। এই ঘটনার ম্যাজিস্ট্রেট পর্যায়ের তদন্ত করা হচ্ছে বলে জানানো হয়েছে পুলিশের তরফ থেকে।
দীর্ঘদিন প্রেমের সম্পর্কের পর, পানিকৌরি গ্রাম পঞ্চায়েতের জুগুনিডাঙ্গার রাজেশ রায়ের সঙ্গে একই গ্রাম পঞ্চায়েতের বানিয়াপাড়ার তনিমা রায়ের বিয়ে হয়। কিন্তু এদিন শ্বশুরবাড়ির ঘর থেকে তনিমার ঝুলন্ত দেহ উদ্ধার হয়। তনিমার বাবা প্রদীপ রায়ের অভিযোগ, মেয়েকে বিয়ে দেওয়ার কিছুদিন পর থেকেই বিভিন্ন অজুহাতে স্বামী সহ শ্বশুরবাড়ির লোকজন মেয়ের উপর অত্যাচার শুরু করে। তাঁর দাবি, শ্বশুরবাড়ির লোকই তার মেয়েকে খুন করেছে।