একরঙা পোশাকে হয়ে উঠুন মোহময়ী

author-image
Harmeet
New Update
একরঙা পোশাকে হয়ে উঠুন মোহময়ী

নিজস্ব সংবাদদাতাঃ  আপনার কাছে একটি সাদা কুর্তা-সালোয়ারের সেট আছে। এবার অফিসে যাওয়ার সময় সেটির সঙ্গে পরুন সাধারণ অ্যাকসেসরিজ, হাতে ঘড়ি আর ব্রাউন লেদারের ব্যাগ। আবার অফিস থেকে কোনও অনুষ্ঠানে যেতে হলে, ব্যাগে ক্যারি করুন একটি বেনারসি দোপাট্টা, গলায় পরে নিন একটি জমকালো নেকপিস আর মেকআপের একটুআধটু পরিবর্তন, ব্যস, ওই এক সাদা পোশাকই আপনাকে একেবারে অন্যরকম একটা লুক দেবে।


কালো

দিনের বেলা বাঁধনি প্রিন্টের ওড়না আর রাতে জমকালো ব্রোকেড কিংবা বেনারসি দোপাট্টা, এতেই মাত হয়ে যাবে সকলে। সুতরাং বুঝতেই পারছেন, মোনোক্রোম্যাটিক লুকে যদি আপনি মাত করতে চান, তা হলে কালো রংয়ের এই সেটটি কাছে রাখতেই হবে।






আকাশি নীল  

অক্সিডাইজড গয়না পরতে কি আপনি খুব ভালবাসেন? তা হলে আপনার জন্য পারফেক্ট এই আকাশি নীল কুর্তার সেটটি। দিনের বেলা পরুন ছোট দুল দিয়ে, রাতে এই এক পোশাকেই আপনার কান আলো করুন বড় ঝোলা দুল।








গাঢ় শেড

অ্যাসিমেট্রিক কুর্তা এখন ফ্যাশনে দারুণ ইন। তাই এই ধরনের একরঙা কুর্তাও ট্রাই করতে পারেন। এক্ষেত্রে আপনি এক্সপেরিমেন্ট করুন জুতো নিয়ে। বেশি খালি-খালি লাগলে গলায় জড়িয়ে নিতে পারেন জমকালো কোনও স্কার্ফও।