ভারতে তালিবানী রাজ হতে দেব না

author-image
Harmeet
New Update
ভারতে তালিবানী রাজ হতে দেব না



নিজস্ব সংবাদদাতাঃ ভবানীপুরে আবারও জনসভা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি বলেন,"বিজেপির এই তালিবানি রাজ থেকে ভারতকে বাঁচাতে হবে। ভোটের দিনেও বৃষ্টি হবে কিন্তু বাংলার যদি উন্নয়ন চান তাহলে বৃষ্টির মধ্যেও ছাতা নিয়ে মাস্ক পরে একটা ভোট দিয়ে আসবেন"।