New Update
/anm-bengali/media/post_banners/FCJCnOGgym0Ia3muqDds.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ
উপনির্বাচনের আগে আবারও জনসভায় উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার বক্তব্যে লক্ষীভান্ডার থেকে শুরু করে স্বাস্থ্যসাথীর কথা উঠে এসেছে। এছাড়াও তিনি বলেন, "শিশুদেরসহ ১৪ কোটি মানুষের ভ্যাক্সিনেশন আমি চাই। কিন্তু আমাদের করতে দিচ্ছে না বিজেপি। কিন্তু তবুও চেষ্টা করতে তো ক্ষতি নেই। যতটা পারছি করছি।" এছাড়াও সর্ব ধর্ম সমন্বয়ের বার্তা উঠে এসেছে। তিনি এ প্রসঙ্গে বলেন,"দেখুন দুর্গাপুজোর ব্যানার পড়ে গেছে। অথচ বিজেপি বলে বাংলায় নাকি আমি দুর্গাপুজো, লক্ষীপুজো করতে দিই না। বিজেপি মৃত্যু নিয়েও রাজনীতি করে।"
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us