মায়ের ব্যবহার্য সামগ্রী দিয়েই তৈরি হচ্ছে ৪১ পল্লী ক্লাবের প্যান্ডেল

author-image
Harmeet
New Update
মায়ের ব্যবহার্য সামগ্রী দিয়েই তৈরি হচ্ছে ৪১ পল্লী ক্লাবের প্যান্ডেল

​নিজস্ব সংবাদদাতাঃ ৪১ পল্লী ক্লাবের এইবারের পুজোর থিম 'মায়ের আশীর্বাদ'। করোনা বিপর্যয় থেকে মুক্তির আশায় মা দুর্গার আশীর্বাদের আরাধনা করবে ৪১ পল্লী ক্লাব। এই ভাবনা থেকেই মা দুর্গার ব্যবহার্য সামগ্রী দিয়েই করা হচ্ছে পুজা প্যান্ডেল। সেই সামগ্রী তালিকায় রয়েছে শাঁখা-পলা, কুনকে, সিঁদুর কৌটো, নোয়া প্রমুখ নানান সামগ্রী।