New Update
/anm-bengali/media/post_banners/CJuaV7YwMlAEsXZ89bIi.jpg)
হরি ঘোষ, রানীগঞ্জ: পুজোর মরসুমে আসন্ন জনবহুল স্থানে অগ্নিনির্বাপণ কিভাবে সম্ভব সে বিষয় সাধারণ মানুষকে সচেতন করার উদ্দেশ্যে রানীগঞ্জের রেলওয়ে জি আর পি ও রানীগঞ্জ ফায়ার ব্রিগেডের যৌথ মহড়া কর্মসূচির আয়োজন করা হল রেলওয়ে চত্বর এলাকায়। এদিন প্রথমে তারা ট্রাফিক পুলিশ, রেলওয়ে জিআরপি, রেলওয়ের কর্মী ও বিভিন্ন দুর্গা পুজো কমিটির সদস্যদের নিয়ে কিভাবে আপতকালীন অবস্থায় অগ্নিনির্বাপণ করবেন তা নিয়ে বৈঠক করেন তাঁরা। বৈঠকে বক্তব্য রাখেন রানীগঞ্জ ফায়ার ব্রিগেডের ওসি সুকান্ত চট্টোপাধ্যায়। বৃহস্পতিবার এই বিশেষ কর্মসূচিতে অংশ নিয়ে স্বভাবতই খুশি এলাকার পুজো কমিটির সদস্যরা। রেলওয়ে কমিটি ও ফায়ার ব্রিগেডের এই ধরনের উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছেন।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us