New Update
/anm-bengali/media/post_banners/zm7xRii5MrOEeAkxlE5K.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ বিধাননগর পুরসভার অন্তর্গত এলাকার মানুষদের মত অনুযায়ী বিবি-১ খালের পাশে দীর্ঘদিন ধরে বেআইনি বসতি তৈরি হয়েছে। দীর্ঘ অনেক বছর ধরেও ওই খালের কোনও সংস্কার হয়নি। এই খালটি গিয়ে নিম্ন বাগজলা খালে মিশেছে। এই খালটির কারণেই বর্ষায় দুর্ভোগ কাটে না বিধাননগর পুরসভার এলাকার মানুষদের। কোথাও কোথাও জমেছে ২ ফুটের কাছাকাছি জল।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us