New Update
/anm-bengali/media/post_banners/ipSt4VQL9oW8hR2bPpME.jpg)
রাহুল পাশোয়ান, আসানসোলঃ দীর্ঘদিন ধরে পানীয় জলের সমস্যায় ভুগছেন সেনারেল এলাকার বাসিন্দারা। বৃহস্পতিবার পানীয় জলের দাবিতে জেলা শাসকের কার্যালয়ে ডেপুটেশন জমা দিলেন সেনারেল কলোনির কয়েকজন বাসিন্দা। দূরদূরান্ত থেকে জল নিয়ে আসার জন্য সমস্যায় পড়ছেন সাধারন মানুষ। ঘটনা প্রসঙ্গে স্থানীয় বিদায়ী কাউন্সিলর শ্যাম সোরেন বলেন, পুরসভা অনেক কাজ করেছে। জল সরবরাহের জন্য রিজার্ভার তৈরির কাজ চলছে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us