​নিজস্ব সংবাদদাতাঃ আর্কটিক অঞ্চলে সমুদ্রের বরফের বার্ষিক ন্যূনতম পরিমাণ বিজ্ঞানীদের সারা বছর বেঁচে থাকা বরফের পরিমাণ সম্পর্কে ধারণা দেয়। এমনই তথ্য দিল নাসা। নতুন গবেষণা অনুযায়ী নাসা জানায়, ২০২১ ছিল ৪৩ বছরের রেকর্ডের ১২তম সর্বনিম্ন সীমা বরফের।