কলেজ খোলার আগে পড়ুয়াদের টিকা দেওয়ার নির্দেশিকা

author-image
Harmeet
New Update
কলেজ খোলার আগে পড়ুয়াদের টিকা দেওয়ার নির্দেশিকা

​নিজস্ব সংবাদদাতাঃ  শিক্ষা প্রতিষ্ঠানগুলি খোলার আগে পড়ুয়াদের টিকাকরনের ব্যবস্থা  করতে হবে। বৃহস্পতিবার রাজ্য স্বাস্থ্য দফতরের তরফে সব জেলাশাসক এবং জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিকদের নির্দেশিকা জারি করে বলা হয়েছে, যত দ্রুত সম্ভব পড়ুয়াদের ভ্যাকসিনেশনের ব্যবস্থা করতে হবে। 

স্বাস্থ্য দফতর এবং উচ্চশিক্ষা দফতরের যৌথ উদ্যোগে এই কর্মসূচি করবে। সংশ্লিষ্ট কলেজ, বিশ্ববিদ্যালয় অথবা উচ্চশিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে ক্যাম্পের স্থান, ভ্যাকসিনেশনের তারিখ ঠিক করার নির্দেশ দেওয়া হয়েছে। প্রয়োজনে শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসেও ভ্যাকসিনেশনের আয়োজন করার কথা বলা হয়েছে।