​নিজস্ব সংবাদদাতাঃ পদের নাম- হেলথ ওয়ার্কার (HHW)
শূন্যপদ- মোট ৫১ টি।
শিক্ষাগত যোগ্যতা- মাধ্যমিক পাশ। আবেদনকারীকে অবশ্যই বিবাহিতা/ বিধবা বা বিবাহ বিচ্ছিন্না হতে হবে। অর্থাৎ অবিবাহিতা মহিলারা এই পদে আবেদন করতে পারবেন না।
বয়স- ০১/০১/২০২১ তারিখে প্রার্থীর বয়স ৩০ থেকে ৪০ এর মধ্যে হতে হবে এবং SC/ ST/ OBC/ PWD শ্রেণীভুক্ত প্রার্থীদের বয়স হতে হবে ২২ থেকে ৪০ বছরের মধ্যে।
বেতন- প্রতিমাসে ৪,৫০০/- টাকা। আবেদন পদ্ধতি- আগ্রহী প্রার্থীরা অফলাইনের মাধ্যমে আবেদন করতে পারবেন। www.burdwanmunicipality.gov.in এই ওয়েবসাইট থেকে আবেদনপত্রটি ডাউনলোড করতে পারবেন এবং পূরণ করা আবেদনপত্রের সাথে সমস্ত ডকুমেন্টস সংযুক্ত করে বর্ধমান মিউনিসিপালিটি অফিসে গিয়ে সরাসরি জমা দিতে হবে। পোস্ট অফিসের মাধ্যমে আসা কোনো আবেদনপত্র গ্রাহ্য করা হবে না। আবেদনপত্র পৌঁছানোর শেষ তারিখ ২৬ অক্টোবর, ২০২১।