উত্তপ্ত কাবুল, নিহত বেশ কয়েকজন তালিবান

author-image
Harmeet
New Update
উত্তপ্ত কাবুল, নিহত বেশ কয়েকজন তালিবান

নিজস্ব সংবাদদাতাঃ ফের উত্তপ্ত কাবুল। জানা গিয়েছে, বুধবার পূর্ব আফগানিস্তানে জোড়া হামলা চালায় অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা। আর হামলায় কমপক্ষে ৫ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে ২ জন তালিবানি যোদ্ধা ও ৩ জন স্থানীয় বাসিন্দা ছিলেন। যদিও এখনও অবধি হামলার দায় স্বীকার করেনি কোনও জঙ্গি গোষ্ঠী। সূত্র মারফত খবর, মোট দুটি হামলা চালানো হয়েছে। প্রথম হামলাটি জালালাবাদে একটি গ্যাস স্টেশনের কাছে হয়। তালিবানিদের একটি গাড়িতে গুলি চালায় দুষ্কৃতীরা। ওই হামলায় দুই তালিবানি যোদ্ধা ছাড়াও গ্যাস স্টেশনের এক কর্মচারীর মৃত্যু হয়। প্রত্যক্ষদর্শীদের দাবি, একটি শিশুরও মৃত্যু হয়েছে ওই হামলায়।