নিজস্ব সংবাদদাতাঃ বছর ছয়েক ধরে প্রেসিডেন্সি সংশোধনাগারের দিন কাটে এমডি জাফরের। তার নামে চুরি, ডাকাতি, ছিনতাইয়ের মতো গুরুতর অভিযোগ রয়েছে। সূত্রের খবর অনুযায়ী, বুধবার আলিপুর আদালতে হাজিরার দিন ছিল তার। সেই মতো প্রেসিডেন্সি সংশোধনাগারে থেকে আলিপুর আদালতে নিয়ে যাওয়া হয় জাফরকে। আদালত থেকে সংশোধনাগারে ফেরার পরে প্রত্যেক অভিযুক্তের তল্লাশি হয়। সেই মতো অন্য অভিযুক্তদের সঙ্গে জাফরেরও তল্লাশি করেন সংশোধনাগারের দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তা কর্মীরা। হঠাৎ জাফরের চোখমুখ দেখে কেমন যেন সন্দেহ হয় নিরাপত্তাকর্মীদের। এরপরই জাফরের অন্তর্বাস চেক করা হয়। আর তার পর যা উদ্ধার হল তা দেখে রীতিমতো চক্ষু চড়কগাছ নিরাপত্তাকর্মীদের। এ যে গাঁজা! আর তার পরিমাণও নেহাত কম নয়। প্রায় ৫০ গ্রাম মাদক উদ্ধার হয়েছে জাফরের কাছ থেকে। স্বভাবতই প্রশ্ন উঠছে, কীভাবে গাঁজা পেল জাফর!