নিজস্ব সংবাদদাতাঃ এমনিতেই সময়টা খারাপ যাচ্ছে দীপক হুডার। ব্যাটে-বলে ভাল পারফর্ম্যান্স করতে পাড়ছেন না তিনি। সম্প্রতি রাজস্থানের বিরুদ্ধে ম্যাচের দিন খেলা শুরুর আগে দীপক হুডা ইনস্টাগ্রামে একটি পোস্ট করেন, যা বিধিভঙ্গের আওতায় পড়ে বলেই মনে করেছে বোর্ডের অ্যান্টি কোরাপশন ইউনিট। হুডা পঞ্জাবের জার্সিতে হেলমেট পড়ে মাঠে নামার জন্য প্রস্তুত হচ্ছেন, নিজের এমন একটি ছবি পোস্ট করে ক্যাপশন দেন, ‘Here we go’। সম্ভাব্য দল নিয়ে ইঙ্গিত না থাকলেও হুডার পোস্টে এটা স্পষ্ট যে, তিনি মাঠে নামতে চলেছেন। প্রথম একাদশে সুযোগ পেতে চলেছেন হুডা, এমন ইঙ্গিত ক্রিকেট জুয়াড়িদের পক্ষে বাজি ধরার জন্য যথেষ্ট বলেই মনে হয়েছে দুর্নীতি দমন শাখা।