তীব্র খাদ্য সংকটে ভুগছে উত্তর কোরিয়া! কী বললেন কিম?

author-image
Harmeet
New Update
তীব্র খাদ্য সংকটে ভুগছে উত্তর কোরিয়া! কী বললেন কিম?




নিজস্ব সংবাদদাতাঃ এবার প্রবল খাদ্য সংকটে ভুগছে উত্তর কোরিয়া। জানা গিয়েছে, বুধবার দেশের শাসক কিম জং উন দেশের খাদ্য সংকট ইস্যুতে নিজের উদ্বেগ প্রকাশ করেছেন।  উত্তর কোরিয়ার দাবি, দেশের অর্থনীতির খানিকটা উন্নতি হলেও খাদ্য পরিস্থিতি ক্রমশই ভয়াবহ উঠছে। এমন পরিস্থিতিতে সকলকে ঐক্যবদ্ধ হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য আহ্বান জানিয়েছেন কিম।  কিম আরও জানান, গত ফেব্রুয়ারিতে নেওয়া পদক্ষেপের ফলে শিল্প উৎপাদন ২৫ শতাংশ বেড়েছে। অর্থনীতির কিছুটা উন্নতি হয়েছে। কিন্তু গত বছর হওয়া ঘূর্ণিঝড়ের ধাক্কায় কৃষিক্ষেত্রে হওয়া প্রবল ক্ষতির ধাক্কায় দেশে খাদ্য সংকট শুরু হওয়ার আশঙ্কা করা হচ্ছে।