​নিজস্ব সংবাদদাতাঃ প্রোডাকশন স্টুডিও viacom18-এর সঙ্গে হাত মিলিয়েছে বলিউডের খ্যাতনামা পরিচালক তথা প্রযোজক করণ জোহারের প্রযোজনা সংস্থা 'ধর্ম প্রোডাকশন' হাউস। এই বছরের ৪টি বিগ বাজেটের ছবির জন্যেই এই দুই বড় সংস্থা এক ছাতার নীচে কাজ করতে চলেছে।