ISI-এর সঙ্গে পাক সেনার দ্বন্দ্ব চরমে

author-image
Harmeet
New Update
ISI-এর সঙ্গে পাক সেনার দ্বন্দ্ব চরমে

​নিজস্ব সংবাদদাতাঃ   দীর্ঘদিন ধরে তালিবানের  ওপর প্রভাব বিস্তার করেছে আইএসআই । নতুন করে আফগানিস্তান  তালিবানদের দখলে চলে যাওয়ার পরও কাবুলে গিয়েছিলেন গোয়েন্দা সংস্থার প্রধান। সূত্রের খবর, নতুন করে তাই এই  ব্যাপারে তৈরি হয়েছে দ্বন্দ্ব। সেই সংঘাত এতটাই চরমে পৌঁছেছে যে, আইএসআই প্রধানের পদ থেকে ফইজ হামিদকে সরাতে উদ্যত হয়েছেন পাক সেনাপ্রধান কামার জাভেদ বাজওয়া।