/anm-bengali/media/post_banners/Ww7YvwzmaDh0759dzUmw.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ সুনীল মণ্ডল কী ফিরছেন তৃণমূলে? এই প্রশ্নই ঘোরাফেরা করছে সকলের মধ্যে। যদিও সেই জল্পনা ওড়ালেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বেশ কয়েকদিন ধরেই বিস্ফোরক মন্তব্য করে চলেছেন সুনীল মণ্ডল। গতকাল বিজেপি বিধায়ক তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এক হাত নেন তিনি। সুনীলের দলে ফেরা প্রসঙ্গে সৌগত রায় বলেন, ”সুনীল মণ্ডলের মাথার কোনও ঠিক নেই। উনি যখন তৃণমূল ছাড়লেন তখন তৃণমূল ছাড়ার কোনও বিষয় ছিল না। উনি পাঁচ বছরের জন্য তৃণমূলের টিকিটে নির্বাচিত হয়েছেন। দু’বছর হতে না হতে হঠাৎ করে বিনা কারণে বিজেপিতে চলে গেলেন। আমরা ওকে বলেছিলাম। শুনতে রাজিই ছিলেন না। ওর বিরুদ্ধে আমাদের দল থেকে দলত্যাগ বিরোধী আইনে পিটিশন জমা দেওয়া হয়েছে। লোকসভার অধ্যক্ষের উচিত সেটা বিচার করে ওকে বার করে দেওয়া। ওঁর এখন অন্য়রকম কথা বলার কোনও আইনগত মূল্য নেই। ওঁ দল ছেড়েছে এটা রেকর্ডেড। ওঁকে উত্তর দিতে হবে কেন দল ছেড়েছেন।”
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us