​নিজস্ব সংবাদদাতাঃ দ্যা ড্রিমার্স মিউজিক পিআর এজেন্সি উদ্যোগে সুদীপ্ত চন্দের মূল পরিকল্পনায় পাহাড়ের প্রেক্ষাপটে নতুন গানের আবহ নির্মাণ করেছেন রুপঙ্কর। গানের সুরও এই প্রথম সুদীপ্তর। গানটা লিখেছেনও তিনি। সঙ্গীত আয়োজন করেছেন মাধুর্য মুখোপাধ্যায়। গান জুড়ে রয়েছে পাহাড়। মানুষ এই করোনা আবহে অনেকটাই ঘরবন্দি। ঘুরতে যাওয়ার ইচ্ছা থাকলেও মনে ভয়ও আছে। কারণ সামনেই তৃতীয় ঢেউয়ের আশঙ্কা চোখ রাঙাচ্ছে। তাঁদের কথা মাথায় রেখে তৈরি হয়েছে এই নতুন গান। ২৭ সেপ্টেম্বর আন্তর্জাতিক ট্যুরিজম দিবস উপলক্ষে পাহাড়ে হারিয়ে যাওয়ার গানের শুভমুক্তি করার পরিকল্পনা সুদীপ্তর।