New Update
/anm-bengali/media/post_banners/M8Uq0aHJOZhVaJmYOMMt.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ ডেঙ্গু রুখতে অভিনব উদ্যোগ দিল্লি সরকারের। দিল্লি সরকার শহরে ডেঙ্গুর প্রকোপ রুখতে '১০ হাফতে-১০ বাজে-১০ মিনিট' (১০ সপ্তাহ, ১০ টা, ১০ মিনিট) অভিযান শুরু করেছে। এক সাক্ষাৎকারে দিল্লির স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন বলেন, 'ডেঙ্গুর বিরুদ্ধে লড়াই করতে সরকার পুরোপুরি প্রস্তুত। গত বছরের মতো আমরা আবার দিল্লি থেকে ডেঙ্গু আক্রান্তের নির্মূল করতে '১০ হাফতে-১০ বাজে-১০ মিনিট' অভিযান শুরু করেছি।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us