New Update
/anm-bengali/media/post_banners/UFA3wlriFcHIEiuz4zRq.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবার ত্রিপুরা রাজ্যে থাবা বসাল আফ্রিকান সোয়াইন ফিভার। জানা গিয়েছে, উত্তর ত্রিপুরার কাঞ্চনপুর সাব ডিভিশন অঞ্চলে একাধিক শূকর অসুস্থ হয়ে পড়ায় ৮৭টি শূকরের নমুনা পরীক্ষা করা হয়। এরপর রিপোর্টে দেখা যায় তিনটি শূকরের নমুনায় আফ্রিকান সোয়াইন ফিভার ধরা পড়েছে। পশু সম্পদ উন্নয়ন দফতরের প্রধান কে শশী কুমার জানান, 'ওই অঞ্চলের এক কিলোমিটারের মধ্যে যত শূকর আছে, তা মেরে ফেলা হবে এবং ১০ কিমি অঞ্চলের উপর কড়া নজরদারি রাখা হবে।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us