New Update
/anm-bengali/media/post_banners/xha5kABbeVNuolzyC7rP.jpg)
নিজস্ব সংবাদদাতাঃ এবার বিবাহ বিচ্ছেদ হচ্ছে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের। শোনা যাচ্ছে যে ইতিমধ্যেই তিনি নাকি বিবাহ বিচ্ছেদের মামলা করেছেন। বৈশাখী জানান, 'মনোজিতের সঙ্গে সম্পর্ক আলগা হয়েছে। সেজন্য শোভন আমার জীবনে এসেছে। মনোজিতকে শোভনের বিষয়ে জানিয়েছি। ' অন্যদিকে মনোজিত জানান, 'গত ৩ বছর ধরে বৈশাখী আমার সঙ্গে নেই। বৈশাখী কার সঙ্গে থাকবে সেটা সেই ঠিক করবেন।'
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us