/anm-bengali/media/post_banners/EeTgGPaQqe14kttcUalc.jpg)
নিউজ প্রতিনিধি, কেশপুরঃ রাতভর প্রবল বর্ষণে ঘটে গেলো মর্মান্তিক দুর্ঘটনা! পশ্চিম মেদিনীপুরের শালবনী থানার বুড়িশোল গ্রামে দেওয়াল চাপা পড়ে মৃত্যু হয়েছে এক শিশু কন্যার। আহত হয়েছেন তার অন্তঃসত্ত্বা মা। জানা গেছে, সোমবার রাতে মা-বাবার সঙ্গে ঘুমিয়ে ছিল বছর তিনেকের পিয়াসা। ঘুমন্ত অবস্থায় থাকাকালীন বাড়ির দেওয়াল পড়ে যায় তাঁদের উপর। তিনজনকেই উদ্ধার করে শালবনী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে যায় শালবনী থানার পুলিশ ও স্থানীয় প্রশাসনের লোকজন। তবে, শেষ রক্ষা হয়নি! ছোট্ট পিয়াসাকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। তার মা সোমা ভূঁইয়া জানান, এর আগে বহুবার ঘরের জন্য স্থানীয় পঞ্চায়েতকে জানানোর পরেও, সরকারী প্রকল্পে একটা ঘরের ব্যবস্থা করে দেওয়া হয়নি। যদি ঘর টুকু করে দেওয়া হতো তাহলে মেয়ের এভাবে অকালে প্রাণ যেতনা। এই ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে এলাকাজুড়ে।
/anm-bengali/media/agency_attachments/IpyOoxt2orL626OA8Tlc.png)
Follow Us