করোনা আবহে খুলে গেল শপিং মল

author-image
Harmeet
New Update
করোনা আবহে খুলে গেল শপিং মল


নিজস্ব সংবাদদাতাঃ করোনা আবহের মধ্যেই আজ থেকে খুলে গেল শপিং মল। প্রায় দেড় মাস পর খুলল শপিং মল। সকল কোভিড বিধি মেনে মলে ঢোকার অনুমতি। মাস্ক, স্যানিটাইজার ব্যবহার বাধ্যতামূলক। সকাল ১১টা থেকে শপিঙ্গ মলে ঢোকার অনুমতি।