নিজস্ব সংবাদদাতাঃ ভবানীপুরের চারিদিকে এখন সাজসাজ রব। হাতে আর মাত্র ৯ দিন বাকি। তারপরেই ভবানীপুরে হাইভোল্টেজ উপনির্বাচন। এখানে তৃণমূল কংগ্রেসের প্রার্থী খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই জোর প্রচার শুরু হয়েছে। এবার উপনির্বাচনের শেষ সপ্তাহ জুড়ে ঝড়ের গতিতে প্রচার করতে চাইছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বলা যেতে পারে সেই প্রচার তিনি শুরু করেছেন। মন্দির, মসজিদ, গুরুদ্বার থেকে শুরু করে ওয়ার্ডে ওয়ার্ডে তাঁকে দেখা যাচ্ছে।