নিজস্ব সংবাদদাতাঃ চেন্নাই সুপার কিংসের জয়-বীরু হলেন সুরেশ রায়না এবং দীপক চাহার। সোমবার চেন্নাই সুপার কিংসের তারকা ক্রিকেটার রায়না দলের প্রতিভাবান পেসার দীপকের সঙ্গে ইন্সটাগ্রামে একটি ছবি পোস্ট করেছেন। সেই ছবির ক্যাপশনে রায়না লিখছেন ‘ব্রাদার্স ইন আর্মস। #জয়-বীরু’।