নিজস্ব সংবাদদাতাঃ সোমবার ২০২১ নভেম্বর থেকে ২০২২ জুন পর্যন্ত ভারতের পুরুষ ক্রিকেট দলের ঘরোয়া মরসুমের সূচি ঘোষণা করল বিসিসিআই। এই সময়ের মধ্যে ভারত সফরে আসবে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, শ্রীলঙ্কা এবং দক্ষিণ আফ্রিকা। এই চার দলের বিরুদ্ধে ভারত মোট ৪টি টেস্ট, ৩টি একদিনের এবং ১৪টি টি-২০ ম্যাচ খেলবে।